আজ মিনায় যাবেন হজযাত্রীরা

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ মক্কা থেকে মিনায় যাবেন হাজিরা

সংরক্ষিত ছবি

ধর্ম

আজ মিনায় যাবেন হজযাত্রীরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ অগাস্ট, ২০১৮

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ মক্কা থেকে মিনায় যাবেন হজযাত্রীরা। সেখানে ৯ জিলহজ পর্যন্ত অবস্থান করে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করবেন তারা। আগামী ২০ আগস্ট পালিত হবে পবিত্র হজ। সে অনুযায়ী ২১ আগস্ট সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

গতকাল শুক্রবার বাংলাদেশের হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে। বাংলাদেশ থেকে গতকাল পর্যন্ত প্রায় এক লাখ ২৬ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এ বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার কথা ছিল এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। সৌদি দূতাবাস এক লাখ ২৬ হাজার ১৮৩ জনকে ভিসা দিয়েছে। হজ এজেন্সিগুলোর অবহেলা, অনাগ্রহ ছাড়াও গুরুতর অসুস্থ এবং মৃত্যু হওয়ার কারণে এ বছর হজে যেতে পারেননি বাকি ৬০৬ জন।

এদিকে বাংলাদেশি সহস্রাধিক নারী ও পুরুষ হজযাত্রীর অর্থোপেডিক্সজনিত (পা ভাঙা, মচকানো, হাঁটু ফোলা, হাঁটুতে ব্যথা ইত্যাদি) সমস্যার কারণে স্বাভাবিকভাবে হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রী ঘনঘন ওমরাহ পালন, কাবাঘর তাওয়াফ ও হাজরে আসওয়াদে চুমো দিতে গিয়ে হুড়োহুড়িতে বিভিন্নভাবে আঘাত পান। মক্কায় বাংলাদেশ হজ অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সৌদি আরবে যাওয়ার পর সেখানে বিভিন্ন কারণে মারা গেছেন বাংলাদেশি ৪৫ হজযাত্রী। বাংলাদেশি ৪৫ হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান জানান, চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে মক্কায় ৩৭, মদিনায় ছয়জন ও জেদ্দায় দুজন ইন্তেকাল করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads