সপরিবারে আজমীর শরীফ ভ্রমণে গিয়েছেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গতকাল তিনি ভারতের রাজস্থানের আজমীর শরীফে গিয়েছেন। সেখানে বেশ কিছু সময় কাটিয়ে গতকালই জয়পুরে গিয়ে পৌঁছান তিনি। আজ দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে ইংরেজি নতুন বছরের শুরুর সময়টা কাটিয়ে আগামী ২ জানুয়ারি ঢাকায় ফিরবেন কুমার বিশ্বজিৎ। এমনটাই জানিয়েছেন তিনি।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘এই নিয়ে তৃতীয়বারের মতো আমি আজমীর শরীফ গেলাম। পবিত্র এই স্থানে যেতে সবসময়ই আমার ভালো লাগে। মনে আমি ভীষণ শান্তি পাই। পরিবার নিয়ে প্রায় দুবছর আগে আজমীর শরীফে গিয়েছিলাম। সত্যি বলতে কী এখানে না এলে বোঝা খুব কঠিন যে কেন এখানে এলে শান্তি লাগে। এ এক অন্যরকম মন পবিত্র করার স্থান। এমন স্থানে বার বার আসতেই মন চায়।’
দেশে ফিরে আগামী ৭ ও ১২ জানুয়ারি দুটি স্টেজ শোতে পারফর্ম করবেন কুমার বিশ্বজিৎ। এ ছাড়া জানুয়ারিতে প্রকাশ হবে এ মিজানের লেখা ও আহমেদ হুমায়ূনের সুর সঙ্গীতে ‘গল্পটা শেষ’ নামের কুমার বিশ্বজিতের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে প্রকাশ করা হবে গানটি।





