নির্ধারিত সময় থেকে কয়েক দিন দেরি হলেও অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে এলন মাস্কের বোরিং কোম্পানি কর্তৃক খনন করা সুড়ঙ্গ পথ। আগামী ১৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হথ্রোনে উন্মুক্ত হচ্ছে এই সুড়ঙ্গ।
এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিতে প্রকাশিত এক সংবাদে বলা হয়, চলতি মাসের ১০ তারিখই উন্মোচন করার কথা ছিল সুড়ঙ্গটি। এবারে নির্ধারিত সময়ের আট দিন পর এটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে বোরিং।
প্রতিবেদনে আরো বলা হয়, এই সুড়ঙ্গের ভেতর দিয়ে স্বয়ংক্রিয় গাড়ি ঘণ্টায় দেড়শ মাইল বেগে ছুটবে। এ ছাড়া এই সুড়ঙ্গ দিয়ে স্বচালিত ইলেকট্রনিক পড আট থেকে ১৬ জন মানুষকে ঘণ্টায় ১২৪ মাইল থেকে ১৫৫ মাইল বেগে নিয়ে যেতে পারবে বলে আগে জানানো হয়।
এক টুইট বার্তায় এলন মাস্ক বলেন, বোরিং কোম্পানির পণ্যটি আগামী ১৮ ডিসেম্বর উন্মুক্ত করা হবে। একটু দেরি হলেও শুধুমাত্র সুড়ঙ্গ উন্মোচন হচ্ছে না, এখানে রাস্তায় চলাচলের উপযুক্ত পুরোপুরি বৈধ স্বয়ংক্রিয় গাড়ি এবং টানেল গাড়ির জন্য লিফট থাকবে। আর উন্মোচনের পরদিন এই সুড়ঙ্গে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেবে নির্মাতা প্রতিষ্ঠান।
এদিকে বোরিং কোম্পানির পক্ষ থেকে আরেকটি টুইটে বলা হয়, সুড়ঙ্গটি শেষ করতে আরো কিছু দিন সময় লাগবে এবং এই বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, মাস্কের দেওয়া সাম্প্রতিক ধারণাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শহরগুলোর মধ্যে সুড়ঙ্গ তৈরি করে অনেক দ্রুত যাতায়াত করা। আর এই ধারণা দেওয়ার পর তিনি নিজেই এ নিয়ে কাজ করতে বোরিং কোম্পানি নামের প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন।