আগস্ট মাসের মধ্যভাগ পর্যন্ত দেশে বড় ধরনের কোন বন্যার আশঙ্কা নেই। তবে, বৃষ্টিপাত পরিস্থিতির উপর নির্ভর করে আগষ্টের শেষভাগে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়,দেশে যেকোনো ধরনের বন্যা দুর্যোগ সম্পর্কিত আগাম তথ্য বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র অন্তত ১ সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কার্যালয়,পানি সম্পদ মন্ত্রণালয়,দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়,জেলাপ্রশাসন দফতরসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে জানানো হয়,যাতে দেশের মানুষের জানমাল ক্ষতি থেকে রক্ষা করা যায়।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সূত্রে বলা হয়,সামগ্রিকভাবে দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। তবে চলতি বন্যার মাত্রা স্থানবিশেষে স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় প্রধান নদ-নদীর পানি হ্রাস পাওয়া সত্ত্বেও অনেক জায়গায় বিপদসীমার উপরে অবস্থান করছে। এছাড়া দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম ও পশ্চিমবঙ্গেও উত্তরাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পানি সমতল সম্পূর্ণ বিপদসীমার নিচে আসার সময় কিছুটা দেরি হবার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাইে দেশে বন্যা পরিস্থিতির নতুন করে অবনতির আশঙ্কা নেই এবং চলতি মাসের শেষসপ্তাহ নাগাদ বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে।