দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আক্রান্ত তিনজনের একজন সম্পূর্ণ সুস্থ হওয়ায় বাড়ি গেছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ শুক্রবার সকালে, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কারো মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। সন্দেহ হলে সারাদেশের যেকোন জায়গা থেকে নমুনা সংগ্রহ করার মতো সক্ষমতা আমাদের রয়েছে রয়েছে। ৩৩৩ এর মাধ্যমে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। বিদেশীরা সরাসরি আইইডিসিআরে আসবেন না। হটলাইনে যোগাযোগ করবেন। আইডিসিআরের টিম গিয়ে নমুনা নিয়ে আসবে।
তিনি আরো বলেন, সৌদি আরব যেতে স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই। যারা সৌদি যাবেন, তারা যেন ঢাকা থেকে সৌদি আরব সরাসরি ফ্লাইট নিয়ে যান। আর যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময় সরকারের সহানুভূতিকে দুর্বলতা না ভেবে বিদেশ ফেরাদের নিজ দায়িত্বে বাড়িতে কোয়ারিন্টিনে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
উল্লেখ্য এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালি ফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।