অ্যাম্বুলেন্স সেবা মিলবে ইজিয়ার অ্যাপে

ইজিয়ার অ্যাপ

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাম্বুলেন্স সেবা মিলবে ইজিয়ার অ্যাপে

  • প্রকাশিত ২৬ অক্টোবর, ২০১৮

রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা পাওয়ার সুবিধা চালু করেছে ইজিয়ার। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সহযোগিতায় চালু করা এ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে সারা দেশেই। সেবাটি চালুর বিষয়ে ইজিয়ার টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান জানান, বর্তমানে অ্যাম্বুলেন্স ড্রাইভার রেজিস্ট্রেশন এবং ট্রেনিংসহ যাবতীয় কাজ সম্পন্ন করছে ইজিয়ার। এখন থেকে অফিসিয়ালি যাত্রীরা হাতে থাকা মোবাইলে ইজিয়ার অ্যাপের মাধ্যমে দেশজুড়ে তাৎক্ষণিক জরুরি অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ইজিয়ার অ্যাপটি চালু থাকলেও শিগগিরই এটি পাওয়া যাবে আইওএস ডিভাইসে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads