রাস্তায় দীর্ঘকালীন যাত্রা সহায়ক করতে নতুন একটি ফিচার যোগ করেছে গুগল ম্যাপ। স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি আপডেট করলেই যোগ হয়ে যাবে এই নতুন ফিচার। যাতে অ্যাপের মধ্যেই দেখে নেওয়া যাবে রাস্তার গতিসীমা।
এমনটাই জানা গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে প্রকাশিত একটি প্রতিবেদনে। যেখানে বলা হয়, আপডেটের ফলে ম্যাপের কোনায় ওই রাস্তার গতিসীমা দেখানো হবে। এ ছাড়া রাস্তার গতিসীমা দেখানোর পাশাপাশি গ্রাহক যাতে ম্যাপে গতি মাপার ক্যামেরা চিহ্নিত করতে পারেন সেজন্য আইকনও দেখানো হবে এতে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, গ্রাহক যখন কোনো গতিসীমার অঞ্চলে প্রবেশ করবেন তখন তাকে ভয়েস নোটিফিকেশন দেওয়া হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসেই আনা হচ্ছে ফিচারটি। তবে আপাতত নির্দিষ্ট কিছু দেশে ফিচারটি উন্মুক্ত করছে গুগল। এর মধ্যে রয়েছে ডেনমার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এ ছাড়া গতির ক্যামেরা আইকন উন্মুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই এই ফিচারটির পরীক্ষা চালাচ্ছে গুগল। এর আগে শুধু স্যান ফ্রান্সিসকো এবং ব্রাজিলের রিওডি জেনেরিওতে চালু ছিল ফিচারটি। সম্প্রতি অ্যাপলের কারপ্লে অ্যাপেও যোগ করা হয়েছে গতিসীমা দেখানোর ফিচারটি।