অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন আনল এলজি

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন আনল এলজি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

নতুন একটি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন এনেছে এলজি। এলজি কিউ৯ ওয়ান নামের এই ফোনটি এর আগে বাজারে আসা এলজি কিউ৯-এর বিশেষ সংস্করণ।

স্মার্টফোনটিতে থাকছে নচ সমৃদ্ধ ৬ দশমিক ১ ইঞ্চি কিউএইচডি প্লাস ডিসপ্লে। এর আসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট, ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ স্পেস।

অ্যান্ড্রয়েড ওয়ান সিরিজের এ ফোনে আরো থাকছে এফ/১.৬ অ্যাপার্চার সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এইচডিআর ১০ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা থাকছে ফোনটিতে। সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এ ফোনে। থাকছে কোয়ালকম কুইক চার্জিং ৩ প্রযুক্তিও। এ ছাড়া ধুলাবালি প্রতিরোধী সুবিধা দিতে ফোনটির রয়েছে আইপি৬৮ ও এমএল-এসটিডি-৮১০জি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯ পাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads