ছবি তোলার জন্য স্মার্টফোনের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে প্রতিনিয়তই। অনেকেই আবার ছবি তোলার পর ছোটখাটো কিছু সম্পাদনার জন্য কম্পিউটারের দ্বারস্থ হয়ে থাকেন। তবে সম্পাদনার কাজটিও কিন্তু এখন করে নেওয়া যাচ্ছে স্মার্টফোনেই। এজন্য রয়েছে বেশ কিছু অ্যাপ। এর কোনো কোনোটি আবার বেশ জনপ্রিয়। এমনই কয়েকটি অ্যাপের খবর থাকছে আজ-
স্ন্যাপসিড (Snapseed)
ছবি সম্পাদনার জন্য জনপ্রিয়তার শীর্ষে আছে স্ন্যাপসিড। ছবি ক্রপ করা, রিসাইজ করার মতো সাধারণ কাজগুলো তো আছেই। এর পাশাপাশি ছবি তোলার পর তাতে বিভিন্ন ফিল্টার যোগ করা কিংবা ছবিতে নানা ধরনের ইফেক্ট দেওয়ার মতো কাজটিও করে দেওয়া যাবে। আছে ব্রাশটুল ব্যবহার করার সুবিধাও। স্ন্যাপসিডে আছে বিভিন্ন ফ্রেম এবং বর্ডারের বিশাল কালেকশন।
এই অ্যাপটিতে আছে ‘সিলেক্টিভ স্যাচুরেশন’ নামে একটি ফিচার। এই ফিচারটি ব্যবহার করে ছবির আটটি পর্যন্ত জায়গায় কাঙ্ক্ষিত সম্পাদনা করা যাবে পুরো ছবি অপরিবর্তিত রেখে।
অ্যাপটির আরো একটি দারুণ ফিচার হলো সম্পাদনা শেষে একটি কিউআর কোড তৈরি করে নেওয়া যাবে, যা ব্যবহার করে এই ছবিতে যে ধরনের সম্পাদনা করা হয়েছে সেগুলো করা যাবে অন্য ছবিতে। গুগল প্লে স্টোর থেকে ফ্রি অ্যাপটি ইনস্টল করা যাবে।
পিকসআর্ট ফটো স্টুডিও (PicsArt Photo Studio)
অ্যান্ড্রয়েড ডিভাইসে ছবি সম্পাদনার আরো একটি দারুণ জনপ্রিয় অ্যাপ হলো পিকসআর্ট ফটো স্টুডিও। এখন পর্যন্ত দশ কোটিবারের বেশি ডাউনলোড করা হয়েছে। প্রতিনিয়তই বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে অ্যাপটিতে। ছবি সম্পাদনার জন্য এ অ্যাপটিতে আছে শতাধিক টুল। স্টিকার, ইফেক্ট, ব্রাশটুল, ফিল্টার, টেক্সট থেকে শুরু করে কোলাজ কিংবা ক্লিপআর্ট- সব সুবিধাই পাওয়া যাবে পিকসআর্টে।
এইচডিআর ফটো ফিল্টার ব্যবহারের সুযোগও রয়েছে এই অ্যাপে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রিজমার মতো করে বিভিন্ন ইফেক্টও ছবিতে দেওয়া যাবে অ্যাপটির মাধ্যমে। পিকসআর্ট অ্যাপটি ব্যবহার করে ছবিতে ডবল এক্সপোজার দেওয়ার সুযোগও রয়েছে।
লাইটএক্স ফটো এডিটর অ্যান্ড ফটো ইফেক্টস (LightX Photo Editor & Photo Effects)
আরো একটি জনপ্রিয় ছবি সম্পাদনার অ্যাপ হলো লাইটএক্স। ফ্রি এই অ্যাপটি এরই মধ্যে আইওএস ডিভাইস ব্যবহারকারীদের কাছে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপটি এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে কয়েক কোটিবার।
ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কালার স্প্ল্যাশ, কালার ব্যালেন্স ঠিক করাসহ অন্যান্য সাধারণ ফিচার যেমন ইফেক্ট, ক্লিপআর্ট, ফিল্টার যোগ করার সুবিধাও থাকছে অ্যাপটিতে। এছাড়া দুটি ছবিকে একত্রিত করে একটি ছবি বানানো, ছবিতে বোকেহ ইফেক্ট দেওয়াসহ এমন অনেক ফিচার রয়েছে লাইটএক্সে। অ্যাপটি বিনামূল্যে ইনস্টল করা যাবে প্লে স্টোর থেকে।
সৈয়দ মাসরুর রহমান