চলমান অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগেভাগেই শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি পুনর্বিন্যাস করে আজ মঙ্গলবার থেকে ৩ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এ ছুটির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকার লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৪৪তম জরুরি সভায় ছুটির এ সিদ্ধান্ত হয়।
হাবিপ্রবির দুই শিক্ষককে বরখাস্ত ও উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমকে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, যেকোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগেভাগে শীতকালীন ছুটি ঘোষণা হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।
হাবিপ্রবি রেজিস্ট্রারকে লাঞ্ছিত করার অভিযোগে গত রোববার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে ক্লাস-পরীক্ষা চালু ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। গত রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রশাসনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে ৬১ শিক্ষকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।
এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মহসীন আলী ও আবু বকর সিদ্দিককে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সফিকুল আলমের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়। পরে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রারের কক্ষে কথা বলার সময় শিক্ষক দ্বারা লাঞ্ছিত হন রেজিস্ট্রার। পরে তাকে টেনে-হিঁচড়ে রুম থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে রোববার রাতে উপাচার্যকে কয়েক ঘণ্টা তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষকরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপাচার্যকে উদ্ধার করা হয়।