অসদাচরণের দায়ে ভর্তি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, মুচলেকায় মুক্তি

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

অসদাচরণের দায়ে ভর্তি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, মুচলেকায় মুক্তি

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অগাস্ট, ২০২২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা চলাকালে অসদাচরণের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। আটককৃত মীর নিহান নামের ওই শিক্ষার্থী গোপালগঞ্জের স্থানীয় বাসিন্দা।

জানা যায়, শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৮০৮ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থী কর্তব্যরত শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন। পাশাপাশি 'স্থানীয়' পরিচয় দিয়ে ওই শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দেন। পরে কর্তব্যরত শিক্ষকরা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় প্রচলিত আইন অনুযায়ী তার পরীক্ষা বাতিলসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আটক ওই পরীক্ষার্থীকে পুলিশের সোপর্দ করা হয়। সর্বশেষ আনুমানিক দুপুর দুইটার দিকে ওই শিক্ষার্থীকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষক তন্বী সাহা বলেন, ওই শিক্ষার্থী কথাবার্তা বলতে থাকায় তার সিট পরিবর্তন করতে গেলে অসদাচরণ করে এবং হুমকি দেয়। পরবর্তীতে আমরা বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানাই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads