অষ্টম ম্যাচে ফিরবেন সাকিব!

সংগৃহীত ছবি

আইপিএল

অষ্টম ম্যাচে ফিরবেন সাকিব!

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১ মে, ২০২১

তিনি প্রথম তিন ম্যাচে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে। এরপর থেকেই যেন কলকাতা দলে ব্রাত্য সাকিব। তবে তাকে ছাড়াও যে দল ভালো করছে, ব্যাপারটা মোটেও তেমন নয়। সর্বশেষ দিল্লির কাছেই তো উড়ে গেছে ৭ উইকেটের ব্যবধানে। যা চলতি মৌসুমে তাদের পঞ্চম হার। আর সাকিবের পরিবর্তে মাঠে নামা সুনিল নারিন কিন্তু তার চেয়ে মোটেও ভালো খেলছেন না। ফলে দলের অষ্টম ম্যাচে সাকিবকে পুনরায় একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সাত ম্যাচের ৫টিতে হারলেও অবশ্য আশা ছাড়ছেন না কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। তবে সে আশাকে টিকিয়ে রাখতে সিনিয়রদের আরো দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন কলকাতা অধিনায়ক। এ হারের ব্যবচ্ছেদের পর মরগান জানালেন, ‘খুবই হতাশ। মাঝের দিকে অনেক উইকেট হারিয়েছি। রাসেল আমাদের ১৫০-এ পৌঁছে দিল। কিন্তু বোলিংয়েও খুব বাজে খেলেছি আমরা।’

কলকাতার বিপক্ষে জয়ে দিল্লি উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে কলকাতা পঞ্চম হারের বিস্বাদ নিলেও আছে তালিকার পঞ্চম স্থানে। সে কারণেই হয়তো, অধিনায়ক মরগান এখনো ছাড়েননি আশা। বললেন, ‘আশা করা যায় আমরা দ্রুত ঘুরে দাঁড়াব। আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে। কিন্তু শুধু প্রতিভার ওপর ভিত্তি করে বেশিদূর এগোনো যায় না। মাঠে নেমে তার উদাহরণ দিতে হয়। আমরা সেই কাজটা এখনো পারিনি।’

তবে কোয়ালিফায়ারের জন্য কী পরিবর্তন চাই দলে, সেটা জানিয়েছেন ইংলিশ এই তারকা। বললেন, ‘অভিজ্ঞদের আরো দায়িত্ব নিতে হবে। নিজেদের খেলাটাকে আরো সৎ হয়ে বিচার করতে হবে। না হলে যারা নিয়মিত পারফর্ম করে তাদের প্রতি অবিচার করা হয়।’

নিজেদের অষ্টম ম্যাচে কলকাতা দল আগামী সোমবার মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সে ম্যাচে সাকিবকে একাদশে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে বাংলাদেশের ক্রিকেটামোদীরা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads