চাঁদপুরের হাজীগঞ্জে এস.এস.সি পরীক্ষায় অবহেলার দায়ে ৪ কেন্দ্র সচিবসহ ১০ শিক্ষককে অব্যহতি প্রদান করা হয়েছে। এ ছাড়াও দু’শিক্ষককে কর্তব্যে অবহেলার দায়ে শাস্তিমূলক ডিউটি পরিবর্তন করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ূয়া। এর মধ্যে ৬জন শিক্ষককে পরীক্ষায় অব্যহতি প্রদান করা হয় গত শনিবার রাতে। আর ৪জন কেন্দ্র সচিবকে অব্যহতি প্রদান করা হয় আজ (রবিবার সকালে)।
আজ রবিবার সকালে ৪ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহতি এবং একই আদেশে ওই কেন্দ্রগুলোতে নতুন করে কেন্দ্র সচিব নিয়োগ দেয়া হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০১৯ পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী পরীক্ষা পরিচালনায় চরম অদক্ষতা, অনিয়ম ও দায়িত্ব অবহেলার প্রেক্ষিতে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখি বড়–য়া তাদেরকে অব্যহতি দেন।
অব্যহতিপ্রাপ্ত কেন্দ্র সচিবরা হলেন, এস.এস.সি পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ- ৩ (বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ) এর কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. আবু তাহের মজমুদার, পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ- ৪ (রাজারগাঁও উচ্চ বিদ্যালয়) এর কেন্দ্র সচিব মো. শাহপরান, পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ- ৬ (রামপুর উচ্চ বিদ্যালয়) এর কেন্দ্র সচিব মো. কবির হোসেন ও পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৭ (আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়) এর কেন্দ্র সচিব মো. মনিরুজ্জামান পাটওয়ারী।
অপর দিকে উপরোক্ত কেন্দ্রগুলো যথাক্রমে নিয়োগ প্রাপ্তরা হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহ এমরান হোসেন মজুমদার ও সরোয়ার জাহান। আসছে ৪ ফেব্রুয়ারী থেকে তারা উল্লেখিত কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
শনিবার রাতে ৬জন শিক্ষককে অব্যহতি প্রদান করা শিক্ষকরা হলেন সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আমেনা বেগম ও জসিমউদ্দিন, রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিলা মাদরাসার মো. আবদুল্লাহ, বাকিলা উচ্চ বিদ্যালয়ের দিপ্তি রানী সাহা, টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রহল্লাদ চন্দ্র রায় ও বিমল চন্দ্র দাস।
একই দিন হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদ্রাসা ইংরেজী শিক্ষক মহসিন ও গণিতের শিক্ষক বদরুদ্দোজা কিরণকে শাস্তিমূলক বদলি হিসেব হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হল পর্যবেক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ূয়া জানান, দায়িত্বে অবহেলার দায়ে শনিবার রাতে ৬জনকে শিক্ষককে এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে এবং আজ রবিবার সকালে ৪ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।