অপেক্ষা সেই ঈদ থেকেই। ঈদেই বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সুলতান : দ্য সেভিয়ার’। বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত ছবিটি শেষ পর্যন্ত ঈদে এ দেশে মুক্তি পায়নি। তবে কলকাতায় ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল। তখন থেকেই মিম অপেক্ষায় ছিলেন নিজের দেশে ছবিটি কবে মুক্তি পায় তার জন্য। জানা গেছে, আগামী ৬ জুলাই ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। এ দেশে ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ৬ জুলাই ‘সুলতান : দ্য সেভিয়ার’ মুক্তির প্রস্তুতি নিচ্ছে তারা।
এ প্রসঙ্গে মিম বলেন, শুনেছিলাম ঈদেই ছবিটি দুই দেশে একসঙ্গে মুক্তি দেওয়া হবে। শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। তবে ৬ জুলাই মুক্তির তারিখ ঠিক হওয়ায় ভালো লাগছে। নিজের দেশের দর্শক ছবিটি দেখতে পাবেন, সেটা ভাবতে ভালো লাগছে।
ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। প্রথমে যৌথ প্রযোজনার কথা থাকলেও এটি এককভাবে নির্মিত হয়। তাই ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।
জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, গত বৃহস্পতিবার (২১ জুন) তথ্য মন্ত্রণালয় ছবিটি নিয়ে অনুমতি দিয়েছে। শুধু সেন্সর করতে বাকি আছে। এটি হয়ে গেলেই ৬ জুলাই ‘সুলতান : দ্য সেভিয়র’ বাংলাদেশে মুক্তি পাবে।
‘সুলতান : দ্য সেভিয়র’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। ছবিতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান। এর প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কস, সুরিন্দরস ফিল্মস। তাদের সঙ্গে রয়েছে জাজ মাল্টিমিডিয়াও।