অনিন্দিতার ‘হৃদয়-আকাশে’

কণ্ঠশিল্পী অনিন্দিতা রায়

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

অনিন্দিতার ‘হৃদয়-আকাশে’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অক্টোবর, ২০১৮

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে অনিন্দিতা রায়ের প্রথম রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম ‘হৃদয়-আকাশে’। একক এ অ্যালবামটি প্রকাশিত হয়েছে গানওয়ালার ব্যানারে। অ্যালবামটিতে থাকছে বিভিন্ন পর্যায় থেকে বাছাই করা ১০টি রবীন্দ্রসঙ্গীত। গানগুলোর যন্ত্রসংযোজন করেছেন দুর্বাদল চ্যাটার্জি।

অনিন্দিতা রায় রেডিও ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক, গজল ও হিন্দি গান গেয়ে তিনি বিপুল শ্রোতাদের আনন্দ দিয়ে এসেছেন। প্রথম অ্যালবাম প্রসঙ্গে অনিন্দিতা বলেন, ‘শ্রোতাদের মাঝে এটিই আমার প্রথম নিবেদন। এজন্য আমি ভীষণভাবে উত্তেজিত। আধুনিক মেজাজে গাওয়া গানগুলো শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।’

অনিন্দিতা রায় আরো জানান, শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবাম থেকে দুটি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। খুব শিগগির ইউটিউবে প্রকাশ করা হবে সেগুলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads