বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০২৩

গাজা উপত্যকায় বেড়েই চলছে নিহতের সংখ্যা


গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় বেড়েই চলছে নিহতে সংখ্যা। নির্বিচারে হত্যা করছে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ। গেলো ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬’শর কাছাকাছি। চলমান আগ্রাসনে গুরুতর আহত সাড়ে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি। রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে, মোট প্রাণহানির তালিকায় রয়েছে প্রায় ১৯ শ’ শিশু। তাছাড়া, নির্বিচার হামলায় প্রাণ গেছে এক হাজার ১ শ’র মতো নারীর। এদিকে, হামাসের হামলায় ১,৪০০ এরও বেশি ইসরায়েলি নিহত হয়।

এর আগে, শনিবার(২১ অক্টোবর) মিশর থেকে একটি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করে। এসব ট্রাকে ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সীমিত পরিমাণে ক্যানজাত খাবার রয়েছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১