বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০২১

বিশ্বরঙের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আমার মা, আমার দূর্গা’


শরৎ সকাল হিমেল হাওয়া !
আনমনে তাই হারিয়ে যাওয়া!
কাশফুল আর ঢাকের তালে....
শিউলি নাচে ডালে ডালে !
মা আসছেন বছর ঘুরে
পুজোর হাওয়া তাই জগৎ জুড়ে।

আর কয়েকদিন পরেই দূর্গা পূজা। আমার মাও যে মা দূর্গারই এক রূপ। তাই তো আমরা বলি আমার মা, আমার দূর্গা। দুর্গোৎসব ২০২১ উপলক্ষে দেশের সেরা ফ‍্যাশন হাউস বিশ্বরঙের বিশেষ আয়োজন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আমার মা, আমার দূর্গা’। 

ঘরে বসেই নিয়ম মেনে যেকেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। যে কোনো বয়সের, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। আর দেরি না করে এখনই বসে পড়ুন রঙ পেন্সিল আর কাগজ নিয়ে এবং আকুঁন মা’কে ।

পাঠিয়ে দিন ১১ ই অক্টোবর এর মধ্যে br.amarmaa@gmail.com এই ঠিকানায়। এবং জিতে নিন বিশ্বরঙের বিশেষ গিফট ভাউচার এবং সার্টিফিকেট ও ক্রেস্ট।


প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী :

১. গ্রুপ "A"
প্রতিযোগীর বয়স ৩ থেকে ৫ বছর
পেপার সাইজ - ইচ্ছেমতো
মিডিয়া - যে কোন মাধ্যম

২. গ্রুপ "B"
প্রতিযোগীর বয়স ৬ থেকে ১০ বছর
পেপার সাইজ - ইচ্ছেমতো
মিডিয়া - জলরঙ

৩. গ্রুপ "C"
প্রতিযোগীর বয়স ১১ থেকে ১৮ বছর
পেপার সাইজ - ইচ্ছেমতো
মিডিয়া - জলরঙ

৪. গ্রুপ "D"
প্রতিযোগীর বয়স ১৯ থেকে ৩০ বছর
পেপার সাইজ - ইচ্ছেমতো
মিডিয়া - মিশ্র মাধ্যম

৫. গ্রুপ "E"
প্রতিযোগীর বয়স 'যে কোনো '
পেপার সাইজ - ইচ্ছেমতো
মিডিয়া - মিশ্র মাধ্যম

যে কোনো তথ্যের জন‍্য যোগাযোগ করুন : 01819257768 নম্বরে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১