বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২১

বিএনপির সকল কর্মসূচি স্থগিত ঘোষণা


মহান স্বাধীনতা দিবসে পুলিশের গুলিতে কয়েক জনের মৃত্যু ও যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে আহ্বান করা সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিএনপির ৩ সংগঠনের বিক্ষোভসহ কর্মসূচি স্থগিতের বিষয়ে বুধবার (৩০ মার্চ) রাতে বিবৃতিতে দিয়েছে দলটি।

বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে যৌথ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল।

বিবৃতিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসে মানুষ হত্যা ও যুবলীগ-ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের দেশব্যাপী জেলা ও মহানগরে ১ এপ্রিলের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি স্থগিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১