আপডেট : ০১ January ২০২১
সৌদি বাদশা সালমান মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহযোগিতায় রোহিঙ্গাসহ দেশ ব্যাপী ৩০ হাজার হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমামসহ দরিদ্র ৫ শতাধিক পরিবার পেলো খাদ্য সহায়তা। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেনের উদ্যোগে ও সৌদি বাদশার মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহায়তায় মুন্সীগঞ্জের মিরকাদিমে খাদ্য সহায়তা বিতরন করা হয়। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকার অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন এর বাড়ীতে এই খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। সৌদি বাদশার মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের ব্যবস্থাপক ডাঃ তৌহা বিন ওমার আল খতিব উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা বিতরন করেন। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন মানবতার পাঠাগাড়ের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১