বাংলাদেশের খবর

আপডেট : ২৯ December ২০২০

হাজীগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পা পিছলে পড়ে রাকিব হোসেন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইন সম্প্রসারণ করার সময় বিদ্যুতের খুঁটি তার লাগিয়ে নিচে নামার সময় ওই শ্রমিক অসাবধানবশত‍ঃ পা পিছলে নিচে পড়ে যায়। পরবর্তীতে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত বিদ্যুৎ শ্রমিক পঞ্চগড় জেলার পঞ্চগড় উপজেলার খলিলুর রহমানের ছেলে রাকিব। সে হাজীগঞ্জের পৌরসভাধীন কাজী মোবারকের ছেলে রাজন হোসেনের সাইট লেভার হিসেবে বিদ্যুত শ্রমিকের কাজ করতো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে মৃত্যুদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। লাশের সুরত হাল তৈরী করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। নিহত রাকিবের পরিবারের সদস্যরা পঞ্চগড় থেকে রওয়ানা দিয়েছে। পরিবারের সদস্যরা আসলে মৃতদেহ বুঝিয়ে দেয়া হবে। আর তারা মামলা করলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১