বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০২০

বাগেরহাটে বিচার শুরুর ৭ দিনের মধ্যে শিশু ধর্ষণ মামলার রায় আজ


বিচার শুরুর মাত্র সাত দিনের মধ্যে বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা হচ্ছে আজ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনলের বিচারক রায় ঘোষণা করবেন।

গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই মামলার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনেন বিচারক। পরে তিনি সোমবার রায় ঘোষণার দিন ঠিক করেন।  

গত ৩রা অক্টোবর বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে পঞ্চাশ বছরের আব্দুল মান্নান সরদার নামে এক ব্যক্তি। ঘটনা জানাজানি হওয়ার পর ওই দিনই শিশুটির মামা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মান্নানকে আসামি করে মামলা করেন।  

ঘটনার সত্যতা মেলায় ৮ দিনের মাথায় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ১৩ই অক্টোবর বাদী পক্ষের ১৬ জন সাক্ষী ও ১৪ই অক্টোবর চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী পুলিশ সদস্য এবং মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়। ১৫ই অক্টোবর আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য নেয় আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১