বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২০

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন


বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, কেক কাটা, বৃক্ষরোপন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।

দিনটি পালন উপলক্ষে সোমবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, শেখ জাহাঙ্গীর, সাবেক দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, জেলা পরিষদ সদস্য মোঃ এমদাদুল হক বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা হয়। এ সময় সংগঠনের সভাপতি নাসিমা আক্তার রুবেল, সাধারন সম্পাদক মাহমুদা বেগমসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ৭৪-টি বৃক্ষ রোপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪-তম জন্মদিন পালন করেছে। সোমবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্ত্বরে এসব বৃক্ষরোপন করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোল্লা রনি হোসেন কালুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের থিয়েটার রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ নুরুল হক আব্বাস, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এম নজরুল ইসলাম, মোঃ শাহীনুজ্জামান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মহসিন উদ্দিন সিকদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  আলোচনা সভা, দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪-তম জন্মদিন পালিত হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১