আপডেট : ১৪ September ২০২০
লালমনিরহাট জেলা কারাগার বোমা মেরে উড়িয়ে দিয়ে সাথী ভাইদের নিয়ে যেতে চিঠি ও মোবাইল ফোনে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তার জোরদারের পাশাপাশি থানায় জিডি করেছে কারাগার কর্তৃপক্ষ। রোববার রাতে এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন কারাগার কর্তৃপক্ষ। কারাগারের একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, গত সপ্তাহে একটি উড়ো চিঠি লালমনিরহাট কারাগারের জেল সুপার ও জেলা প্রশাসককে পাঠানো হয়। সেই চিঠিতে কারাগার উড়িয়ে দিয়ে সাথী ভাইদের ছিনিয়ে নেয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। চিঠিটি আমলে নিয়ে কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনাটি তদন্ত শুরু করে প্রশাসন। এরই মাঝে শনিবার বিকেলে জেল সুপার কিশোর কুমার নাগকে একটি টেলিটক নম্বর হতে ফোন করে একই ভাবে হুমকি দেয়া হয়। বলা হয় যেকোন মূল্যে জেলখানা হতে তাদের সাথী ভাইদেরকে মুক্ত করা হবে। উড়িয়ে দেয়া হবে কারাগার। মোবাইল ফোনে এমন কলের পরপরেই কারাগারের রাস্তাসহ আশপাশ একালায় নিরাপত্তার জোরদার করা হয়। হঠাৎ নিরাপত্তার জোরদার হলে বিষয়টি প্রকাশ পায়। মোবাইল ফোন ও চিঠিতে হুমকি দেয়ার ঘটনায় রোববার রাতে সদর থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন কারাগার কর্তৃপক্ষ। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তাই আপনাদের পরে জানানো হবে। লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, জিডি আমাদের নিরাপত্তার একটি অংশ। আর নিরাপত্তার বিষয়গুলো গোপণ রাখা হয়। তিনি আরো বলেন, ১৯০ জনের ধারন ক্ষমতার এ কারাগারে এখন পর্যন্ত ৪৬৬জন আসামী ও কয়েদী রয়েছেন। যার মধ্যে নাশকতার বিভিন্ন মামলায় জঙ্গী সংগঠনের সক্রিয় ২০জন সদস্য বন্দি রয়েছে এ কারাগারে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, হুমকী দিয়ে গত সপ্তাহে আমার কাছে ও জেল সুপারের কাছে একটি করে চিঠি আসে। এরপর জেল সুপারকে মোবাইল ফোনে হুমকি দেয়া হলে জিডি করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারাগারে নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১