বাংলাদেশের খবর

আপডেট : ১০ September ২০২০

মসজিদে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু


নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। 

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার নামে আরো একজনের মৃত্যু হয়। বিস্ফোরণে আহত আব্দুস সাত্তারের শ্বাসনালীসহ ৭০ শতাংশ দগ্ধ ছিলো। 

এর আগে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, চিকিৎসাধীন সবারই যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে তাই কার কত শতাংশ পুড়েছে সেটা ততোটা গুরুত্বপূর্ণ নয়। শ্বাসনালী পোড়া কেউই শঙ্কামুক্ত থাকেন না।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জনই মারা গেছেন। আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৭ জনের চিকিৎসা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১