আপডেট : ১১ August ২০২০
পিরোজপুরের কাউখালী উপজেলায় অসহায় আশ্রয়হীন এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের সহযোগী নেহারুন বেগমকে পুলিশ আটক করেছে। জানা গেছে, উপজেলার বাশুরী গ্রামের নেহারুন মৌখিকভাবে স্বামীর কাছ থেকে তালাক পাওয়ায় এক নারীকে তার বাসায় আশ্রয় দেন। গত সোমবার রাত ১১টার দিকে নেহারুন বেগম একই গ্রামের নবীর উদ্দিনের ছেলে ২ সন্তানের জনক জালাল উদ্দিনের হাতে ওই নারীকে তুলে দেন। জালাল স্বামীর সাথে মীমাংসা করার কথা বলে নিয়ে পাশে নাসির উদ্দিনের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে দুই ঘণ্টা ব্যাপী নির্যাতন করে ধর্ষণ করে। এক সময় ওই নারীর রক্তক্ষরণ শুরু হয়। এ সময় এলাকাবাসী মূমুর্ষ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কাউখালী হাসপাতলে ভর্তি করে। অবস্থা অবনতি ঘটলে আজ মঙ্গলবার তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে কাউখালী থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১