বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০২০

এমন 'আগুন্তুকে' সবাই খুশি


দুইদিন ধরে বাজারের বিভিন্ন দোকানের এ চালা থেকে ওই চালায় লাফালাফি চলছে হরদম। এ লাফালাফি বাজারমুখী মানুষদের নজর কাড়ছে। শিশুদের বেশি আনন্দ দিচ্ছে পথ ভুলে নিরিবিলি গ্রামের ছোট্ট এ চলে আসা এক আগুন্তুক। চড়ছে গাছের মগডালে। নিমিষেই নেমে পড়ছে মাটিতে। এমন দুরন্তপনায় দুদিনেই সাবার পছন্দের হয়ে উঠেছে নতুন আগুন্তুক একটি পুরুষ বানর।

গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের গোলাঘাট বাজারে এ পথ ভুলা বানরের আগমন ঘটে। আগমনের পর থেকেই যে যার মত খাবার কিনে দিচ্ছে বানরটিকে। অফুরন্ত খাদ্য পেয়ে অত্যাচার ভুলে সবার সাথে সহজেই মানিয়ে নিয়েছে সে। সেই থেকে বানরটি সময় কাটছে বেজাই ফুরফুরে। 

প্রক্ষদর্শীরা জানান, দু দিন হলো এ পুরুষ বানরটি এ বাজারে এসেছে। কোনো খাবারের গাড়িতে চড়ে পথ ভুলে চলে এসেছে ছোট্ট এ বাজারটিতে। এখন সবাই বানরটিকে আলাদা আদর যত্ন করে খাবার কিনে দিচ্ছে। পর্যাপ্ত খাবার পেয়ে আয়েশি সময় কাটাচ্ছে আগুন্তুক এ বানর। তারা আরো জানান, পাশের বরমী বাজারে বেশ কিছু বানরের বসবাস। সম্প্রতি বানরগুলো চরম খাদ্য সংকটে ভোগছে। হয়ত ওখান থেকেই খাবারের খোঁজ করে কোনো গাড়িতে চলে আসে এখানে এ বানরটি ।

ব্যবসায়ী আবুতালেব কাঁইয়া জানান, দুদিন ধরেই সবাই বানরটিকে নিয়ে আলাদা বিনোদনে মেতেছে। শিশুরা বেশ খুশি বানর পেয়ে। বানরটিও ভাল ভাল খাবার পেয়ে শান্ত স্বভাবে থাকছে। খাদ্য অভাব করলে হয়ত অত্যাচারি হয়ে উঠতে পারে। তিনি বলেন একটি  নারী সঙ্গী পেলে হয়ত বানরটি আরো বেশি খোশমেজাজি সময় কাটাতে পারবে। তিনি বলেন এ আগুন্তুকের আগমনে  এ বাজারে আলাদা একটি সুন্দর্য বাড়ল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১