আপডেট : ২৮ May ২০২০
                                
                                         করোনার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি দুই মাস বন্ধ থাকার পর অবশেষে হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।  আজ বৃহস্পতিবার সকালে ভারতের নাসিক থেকে পেঁয়াজের প্রথম একটি বড় চালান নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি হিলি রেল স্টেশনে আসে। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আমদানি করা পেঁয়াজগুলো পাঠানো হয়। হিলি স্থলবন্দরের আমদানীকারক শহীদুল ইসলাম শহীদ জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয় এবং বাজারে দাম বাড়তে থাকে। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে ৪২টি বগিতে ১৬০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়। পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। পেঁয়াজের চালানটির কার্যক্রম শেষ আজ সকালে হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় মালবাহী ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে নেওয়া হয়। এরপর বাজারে দ্রুত সরবরাহের লক্ষ্যে আমদানি করা পেঁয়াজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। হিলি রেলওয়ে স্টেশন মাস্টার চপল কুমার বলেন, ভারতীয় ৪২টি বগিতে করে ১৬০০ টন পেঁয়াজসহ ট্রেন হিলি স্টেশনে পৌঁছায়। অনেক দিন হিলি পোর্ট বন্ধ থাকায় কুলি-শ্রমিকরাও বসে ছিল। আজ ট্রেনযোগে পেঁয়াজ আসায় তারাও খুশি। আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ বলেন, লকডাউনের কারণে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে এর প্রভাব পড়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১