আপডেট : ২৮ April ২০২০
করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আর দেশটির মারা যাওয়ার সংখ্যা ৫৭ হাজার ছুঁই ছুঁই। ইউরোপে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনো লাগামীহন বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রটিতে। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারেরভরছে, দেশটিতে গত দু’দিনে কিছুটা কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তারপরও গত ২৪ ঘণ্টায় সেখানে ২৩ হাজার ১৯৬ জন করোনার শিকার হয়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১০ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে। এদিকে, গত রোববারের ন্যায় সোমবারও কমেছে মৃতের সংখ্যা। এদিন ১ হাজার ৩৮০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৫৬ হাজার ৭৯৭ জনে ঠেকেছে। যদিও সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৩৯ হাজার মানুষ। আর সবচেয়ে নাজুক অবস্থা নিউ ইয়র্ক রাজ্যে। মৃত্যু কুপে পরিণত হয়েছে এই সর্বাধুনিক সেবার শহরটি। সেখানে আক্রান্ত ৩ লাখ ছুঁই ছুঁই করছে। প্রাণ গেছে সাড়ে ২২ হাজারের বেশি মানুষের। এরপরই নিউ জার্সি। অঙ্গরাজ্যটিতে ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৪ জনের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১