আপডেট : ২৬ April ২০২০
করোনা পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণ কিট মজুদ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। রোববার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, করোনা পরীক্ষার কিটের কোনো স্বল্পতা নেই। এখন আমাদের যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে করোনা পরীক্ষার কিট সংগৃহীত আছে। পরীক্ষার কিট নিয়ে কোনো সমস্যা নেই। আমরা ধারাবাহিকভাবে কিট আমদানি করে যাচ্ছি। সন্দেহভাজন রোগীদের কিট দিয়ে পরীক্ষার জন্য আমাদের উপযুক্ত সরঞ্জাম রয়েছে। তবে এখন কিটের মজুদ কত আছে তা তিনি প্রকাশ করেননি। তবে এর আগে কিটের মজুদের পরিমাণও নিয়মিত প্রকাশ করা হতো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১