আপডেট : ২৬ April ২০২০
করোনাভাইরাস সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) সুরক্ষা সামগ্রী দিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিকালে পুলিশ হেড কোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন ড. বেনজীর আহমেদ। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, ৫০ হাজার মাস্ক, ২ হাজার বোতল স্যানিটাইজার, ২ হাজার পিস আই প্রটেক্টর, ১ হাজার পিস ফেস শিল্ড এবং পুনঃ ব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই। সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১