বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২০

রমজান উপলক্ষে

তাড়াশে শ্রমিক ও কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান। প্রতিনিধির পাঠানো ছবি


তাড়াশে ২ মাসের সম্মানীর টাকা দিয়ে শ্রমিক ও কর্মহীনদের রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান।

আজ শুক্রবার বিকেলে নিজ বাসভবনে পবিত্র রমজান উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় কর্মহীন মানুষের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন। আমি শুরু থেকেই সাধ্য অনুযায়ী ব্যাক্তিগত তহবিল থেকে সহযোগীতা করে আসছি। রমজানকে সামনে রেখে আমার ২ মাসের সম্মানীর টাকা দিয়ে শ্রমিক ও কর্মহীনদের খাদ্য সহায়তা ও মাস্ক বিতরন করেছি। আগামীতে এ সহায়তা অব্যাহত রাখব ইনশায়াল্লাহ। আমি সমাজের সকল বিত্তবান ও চাকুরীজীবীদেরকে এসকল কর্মহীন মানুষের পাশে থাকার অনুরোধ করছি।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, তেল, চিনি,সাবানসহ খাদ্য সামগ্রী ও মাস্ক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১