বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২০

জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি’র নির্মাতা চলে গেলেন না ফেরার দেশে


অস্কারজয়ী ইলাস্ট্রেটর ও জনপ্রিয় কার্টুন 'টম অ্যান্ড জেরি'র নির্মাতা জিন ডেইচ চলে গেছেন না ফেরার দেশে।

গত বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জনপ্রিয় আরেকটি কার্টুন সিরিজ 'পপাই দ্য সেইলর'র পরিচালকও ছিলেন জিন ডেইচ।

কর্মজীবনের শুরুতে নর্থ আমেরিকান এভিয়েশনে নকশাকার হিসেবে কাজ করা জিন পাইলটের ট্রেনিংপ্রাপ্ত ছিলেন। তবে ১৯৪৪ সালে মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে ইস্তফা দিতে হয়। আর এতেই শিল্প দুনিয়ায় তার প্রবেশ ঘটে। ১৯৫৮ সালে 'সিডনি'স ফ্যামিলি ট্রি' চলচ্চিত্রের জন্য অস্কার মনোনীত হন জিন ডেইচ।

টম এন্ড জেরি'র ৮ জন পরিচালকের মধ্যে তিনিই ছিলেন শেষ জন। তার আগে আরও ৭ পরিচালক মারা যান


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১