বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২০

করোনায় ১ লক্ষ পরিবারের দায়িত্বে অমিতাভ


করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারত জুড়ে চলছে লকডাউন। এর কারণে গৃহবন্দি দেশটির মানুষ। লকডাউনের ফলে যখন সমস্যায় পড়েছেন শ্রমিক শ্রেণির মানুষ, সেই সময় তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অমিতাভ বচ্চন।

রিপোর্টে বলা হয়েছে, ভারতের ১ লক্ষ শ্রমিক পরিবারের মাসিক রেশনের দায়িত্ব নিলেন ‘বিগ বি’। অর্থাৎ, গোটা দেশের ১ লক্ষ শ্রমিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিয়ে এগিয়ে এলেন অমিতাভ।

জানা যাচ্ছে, একটি টেলিভিশন সংস্থা এবং একটি জুয়েলারি সংস্থার তরফে অমিতাভকে এই উদ্যোগে সাহায্য করা হবে। এই দুই সংস্থার সহযোগিতাতেই গোটা দেশের ১ লক্ষ শ্রমিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিলেন অমিতাভ বচ্চন।

এটাই প্রথম নয়, এর আগে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার শ্রমিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিয়েছেন সলমন খান। করোনায় আক্রান্তদের সাহায্যের জন্য ২৫ কোটি অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। শাহরুখ খানও প্রতি পদে সাহায্য করছেন এই কঠিন সময়ে।

এমনকি, আপতকালীন অবস্থা সামাল দেওয়ার জন্য ৪তলা অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার খোলার জন্য দান করেছেন শাহরুখ-গৌরী।

সবকিছু মিলিয়ে, দেশের সঙ্কটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মানবিক মুখ নিয়ে হাজির হন বি টাউন সেলেবরা।

সূত্র : জিনিউজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১