 
                        আপডেট : ২৬ March ২০২০
                                         দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেনার পোর্ট রোডে একটি গাড়ির গ্রেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ২০টি প্রাইভেটকার ও লেগুনা গাড়ি পুড়ে ছাই ৬০-৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সোয়া ৪টায় শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন জ্বলতে দেখে পোস্তাগোলা ফায়ার সার্ভিসকে খবরিেদলে পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিভাতে সক্ষম হন। এর পূর্বেই গ্রেজে থাকা সব গাড়ি পুড়ে যায়। গাড়ির গ্রেজের মালিক মোঃ রুবেল মিয়া জানান, গ্রেজ তালা দেওয়া ছিল আমি বাসায় দুপুরের ভাত খেতে গিয়ে ছিলাম এমন সময় আমার পরিচিত রহমান নামে এক লোক মোবাইল দিয়ে বলে গ্রেজে আগুন লেঘেছে । শুণে খাবার ফেলে আসি এসে দেখি আগুন চারদিকে ছড়িয়ে পরেছে এবং সিলিন্ডার ফুটছে এর মধ্যে আমি গ্রেজ থেকে দুটি গাড়ি বের করতে পেরেছি। পরে ফায়ার সার্ভিস আসে। এলাকার প্রত্যক্ষদর্শী মোঃ ইকবাল হোসেন জানান, আমরা প্রথমে বিকট শব্দ শুনে বেরহই দেখি আগুন আর সিলিন্ডার ফাটছে। আমরা কোন ভাবেই আগুনের কাছে ভিড়তে পারিনি। তিনি আরো জানান, গ্রেজটি চার পাশে বিল্ডিং হওয়ায় আগুন ছড়াতে পারেনি। বিল্ডিং ভিতরে আগুন ডুকতে সক্ষম হয়নি চারদিকে প্লাস্টার নষ্ট ও জানালার গ্লাস বেঙ্গেছে। আল্লাহর রহমত আগুন চারদিকে ছড়ালে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। পোস্তাগোলা ফায়ার সার্ভিসের ডেপুটি এ্যাসিট্যান্ট ডিরেক্টর মোঃ মহসিন জানান,আমরা সাড়ে ৪টায় খবর পাওয়ার সাথে সাথে ৫ মিনিটের মধ্যে ঘটনা স্থলেপৌছে যাই ৫টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তিনি জানান তদন্ত সাপেক্ষ পরে জানানো হবে। ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ হবে । এসময় দক্ষিণ কেরানীগঞ্জের থানার পুলিশ ফায়ার সার্ভিস কাজে বেঘাত না ঘটে এলাকাবাসী যাতে ভিড় না জমায় সে কাজে সহযোগিতা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১