বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২০

ওয়েব সিরিজে সুমাইয়া শিমু


দর্শকনন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু। প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। ‘ঘোলা’ নামে পাঁচ পর্বের ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ ব্যাপারে শিমু বলেন, ‘আমি যে কাজেই ব্যস্ত থাকি না কেন, অভিনয়ের প্রতি আমার ভালোবাসা সব সময়ই থাকে। ওয়েব সিরিজ এখন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। তাই এ মাধ্যমে কাজ করার আগ্রহ ছিল। সেটি পূরণ হচ্ছে এবার। এ সিরিজটি পরিচালনা করবেন তানিম পারভেজ।’

সম্প্রতি সুমাইয়া শিমু সীমান্ত সজলের পরিচালনায় ‘তিথীর সারা জীবন’ নামে একটি খণ্ড নাটকের কাজ করেছেন।

বর্তমানে অভিনয়ের বাইরে তিনি নিজের প্রতিষ্ঠিত নারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বেটার ফিউচার ফর উইমেন’ নিয়ে ব্যস্ত আছেন। মূলত এ সংগঠনের বছরব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটে তার।

অভিনয় জীবনের ২২ বছর পেরিয়ে গেছে সুমাইয়া শিমুর। অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে মডেল শিমুর নাটকে পথচলা শুরু। ১৯৯৮ সালে নির্মিত ওই নাটকটি প্রচার হয়েছিল ১৯৯৯ সালে।

শিমু জানান, অভিনয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি। তবে প্রথম ত্যাগ ছিল তার  নাম থেকে ‘ল’ বিয়োগ করা। শিমুর পুরো নাম সুমাইয়া রহমান শিমুল। কিন্তু মডেল ও অভিনেতা মনির খান শিমুল নব্বই দশকের শেষ দিকে নিয়মিত কাজ করতেন বলে বেশ কজন নির্মাতার পরামর্শ অনুযায়ী নিজের নাম থেকে ‘ল’ চিরতরে বাদ দিয়ে দেন জনপ্রিয় তারকা সুমাইয়া শিমু।

এই অভিনেত্রী তার ২২ বছরের অভিনয় জীবনের স্মৃতি রোমন্থন করে বলেন, ‘প্রথম অভিনয় করার আগে আমি ভীষণ নার্ভাস ছিলাম। তবে তা ক্যামেরায় ধরা পড়েনি। ডলি (জহুর) আন্টি বলেছিলেন, মেয়েটা তো একদম পুতুলের মতো। আসলে আমাকে সবাই পুতুল বলেছিলেন, কারণ আমি শট শেষ হওয়ার পরও দাঁড়িয়ে সংলাপ বলতেই থাকতাম।’

২০১৭ সালে আন্তর্জাতিক সংস্থা ‘রিলিফ ইন্টারন্যাশনাল’-এর শুভেচ্ছা দূত নির্বাচিত হন শিমু। এই সংস্থার হয়ে এখন সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১