বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২০

আসামে বন্ধ হচ্ছে সরকারি মাদরাসা


আসামে রাষ্ট্রীয় সব মাদরাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দিয়ে ছয় মাসের মধ্যে সেগুলোকে সাধারণ স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এ সিদ্ধান্তের ব্যাখ্যায় আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘শিশুদের ধর্ম, ধর্মগ্রন্থ ও ভাষা, যেমন আরবি শিক্ষা দেওয়া ধর্মনিরপেক্ষ সরকারের কাজ না।’ 

এনডিটিভি জানিয়েছে, আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকার ২০১৭ সালে মাদরাসা ও সংস্কৃত টোল বোর্ড তুলে দিয়ে বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিভুক্ত করেছিল। এখন তারা সেগুলোকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী শর্মা এনডিটিভিকে বলেন, ‘আসামে প্রায় ১২০০ মাদরাসা ও ২০০ সংস্কৃত টোল আছে; কিন্তু এগুলো পরিচালনা করার মতো স্বতন্ত্র কোনো বোর্ড নেই। এই প্রতিষ্ঠানগুলোর লোকজন ম্যাট্রিকুলেশন বা উচ্চমাধ্যমিক স্কুলের সমমানের সার্টিফিকেট পাওয়ায় অনেক সমস্যা তৈরি হচ্ছে। এ কারণেই রাজ্য সরকার সব মাদরাসা ও সংস্কৃত টোলকে নিয়মিত স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।’ এর পাশাপাশি রাজ্যটিতে বিদ্যমান প্রায় দুই হাজার বেসরকারি মাদরাসাকে নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিবিধান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ সত্তা হওয়ায় এটি ধর্মীয় শিক্ষায় নিয়োজিত সংস্থাকে অর্থায়ন করতে পারে না। তবে বেসরকারি মাদরাসা ও সংস্কৃত টোলগুলো কার্যক্রম অব্যাহত রাখতে পারবে; কিন্তু তারা যেন একটি নিয়ন্ত্রক কাঠামো অনুযায়ী চলে তা নিশ্চিত করতে আমরা শিগগিরই নতুন একটি আইন করবো,’ বলেন শিক্ষামন্ত্রী।

অভিভাবকের নেওয়া সিদ্ধান্তের কারণে শিশু যেন উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলক সাধারণ শিক্ষা মাদরাসাগুলোতে নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১