আপডেট : ০১ February ২০২০
ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার গ্রীন রোডে তাপস এ কথা বলেন। এসময় তিনি বলেন, ফলাফল যেটাই হোক সবাইকে তো সেটাই মেনে নিতে হবে। তবে আমি খুব আশাবাদী যে ঢাকাবাসী নৌকাতেই ভোট দিয়েছে। বিরোধী দলের অভিযোগ নিয়ে তাপস বলেন, বিরোধী দলের তো অভিযোগ নিয়ে ঝুড়ি ভরে গেছে। যেদিন নির্বাচন শুরু করলাম সেদিন থেকেই তাদের অভিযোগ আর অভিযোগ। নির্বাচনে লোক কম থাকার কারণ হিসেবে তিনি বলেন, এটা জাতীয় নির্বাচন না, তাই আগ্রহ কম থাকতে পারে। নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে এমনটা মনে করেন কিনা জানতে চাইলে তাপস বলেন, এটা আসলে বিশ্লেষণ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে অবশ্যই বিচার বিশ্লেষণ করবেন। তবে এখন আমি মনে করি, ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিৎ। এজেন্টদের বের করে দেয়া নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তাপস বলেন, এটা সম্পূর্ণ অমূলক অভিযোগ। আমি তো দেখলাম বিএনপি প্রার্থী অনেক কেন্দ্রে গেছেন। সেসব কেন্দ্রে যদি উনাদের এজেন্ট না থাকেন তাহলে আমাদের তো কিছু করণীয় নাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১