আপডেট : ১৩ January ২০২০
‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’-এ বিজয়ী হলেন সাফওয়ানের পরিবার। মেধা ও বুদ্ধির লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো বিবিসির ফরম্যাটে নির্মিত কুইজ প্রতিযোগিতা ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’। ১১ জানুয়ারি জানা গেল কারা হলেন প্রথম ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’। মেধার লড়াই-এ আফিয়ার পরিবারকে হারিয়ে তারা জিতে নেন জয়ের মুকুট। আফিয়ার পরিবার এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে জিতে নেন ২ লাখ টাকার পুরস্কার। আনিষার পরিবার ১ লাখ টাকার পুরস্কার জিতে নেন তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে। আবেদন করা অসংখ্য পরিবারের মধ্য থেকে নকআউট পদ্ধতিতে ৫টি রাউন্ডে জিতে গ্র্যান্ড ফিনালেতে উঠে আসে সাফওয়ানের পরিবার। ১০ বছর বয়সী সরকার আহমদ সাফওয়ানের পরিবার এসেছে ময়মনসিংহ থেকে। সাফওয়ান ময়মনসিংহ জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় সে তার মা-বাবা এবং দুই চাচাতো ভাইকে নিয়ে অংশগ্রহণ করে। গ্র্যান্ড ফিনালের মঞ্চে সাফওয়ানের পরিবারকে বিজয়ীর পুরস্কার নতুন চকচকে গাড়ির চাবি তুলে দেন অভিনেত্রী বিপাশা হায়াত। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন দুরন্ত টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম এবং নবনীতা চৌধুরী। মেধাভিত্তিক এই প্রতিযোগিতাটি সঞ্চালনা করেছেন নবনীতা চৌধুরী এবং পরিচালনা করেছেন সুমনা সিদ্দিকী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১