বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৯

রাজনীতির মাঠে পরাজিত হয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিএনপি: শিল্পমন্ত্রী


শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গিবাদের মাধ্যমে দেশের উন্নয়ন বন্ধ করা যাবে না। রাজনীতির মাঠে বিএনপি পরাজিত হয়ে সরকারে বিরুদ্ধে মিথ্যাচার করছে।

আজ শনিবার দুপুরে নরসিংদীর ড্রীম হলিডে পার্ক পরির্দশনকালে মন্ত্রী এসব কথা বলেন। 

পরির্দশন শেষে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে ড্রীম হলিডে পার্কের প্রতীকী পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখলে দর্শনাথীরা বুঝতে পারবে। ড্রীম হলিডে পার্ক নরসিংদীকে সমৃদ্ধ করেছে। এ পার্কে দেশি-বিদেশি দর্শনাথীদের আগমনে নরসিংদীকে নতুন পরিচিত করেছে।

মন্ত্রী ড্রীম হলিডে পার্কের প্রশংসা করে বলেন, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে র্ড্রীম হলিডে পার্ককে।

ড্রীম হলিডে পার্ক পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, রমনী গ্রুপরে ব্যবস্থাপনা পরিচালক (সিআইপি) নিজাম উদ্দিন ভুইয়া লিটন প্রমুখ। মন্ত্রী ড্রীম হলিডে পার্ক পরিদর্শন শেষে ঢাকা কলেজের সর্তীথ ৬৭ পাঠ সমাপনী সুবর্ণজয়ন্ত্রী অনুষ্টানে যোগদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১