আপডেট : ২০ December ২০১৯
নরসিংদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন। এসময় বাড়ির গ্যারেজে থাকা মাইক্রোবাস সহ মোট সাতটি গাড়ী ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আহততে আশংঙ্কাজনক অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় রাতেই স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিদ হাসান পাপ্পু সহ মোট ৮ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতের পরিবার। মামলা দায়ের করায় আজ শুক্রবার সকাল ১১ টার দিকে আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় নাদিম নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে গুরুতর অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পাপ্পু নিজেকে নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসবক লীগের দপ্তর সম্পাদক বলে দাবি করেন। হামলায় আহতরা হলেন, সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে খালপাড় গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী সনিয়া (২০), আবদুল কুদ্দুসের মেয়ে সেলিনা আক্তার(২৮), সুরিয়া বেগম(৩০), রেহেনা বেগম(২৫), প্রতিবেশী ফকির আলী(৫০), নাদিম হোসেন(২৩), আলমাছ মিয়া(৩৫)। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে খালপাড়া গ্রামের সাদ্দাম হোসেন এর বসত বাড়ী দখল করতে আসেন একই ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী শাহিদ হাসান পাপ্পু। পাপ্পু ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী ও আগ্নেয়াস্ত্র সহ হঠাৎ করে হামলা চালায় সাদ্দামের বসত বাড়ীতে। সেসময় সাদ্দামকে বাড়ীতে না পেয়ে তার বাড়ীতে থাকা স্ত্রী ও বোনদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে বাড়ী থেকে বের করে দেয়। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। মামলার বাদী সাদ্দাম হোসেন বলেন, তারা আমার বাড়ী দখল করতে আসছে। তাদের কাছে আমি কেন আমার জমি বিক্রি করা না । সে জন্যই আমার পরিবারের সবাইকে মেরে হাত,পা, ভেঙ্গে দিয়েছে। গ্যারেজে থাকা সাতটি গাড়ী ও ঘরবাড়ি সব ভাংচুর করেছে। এদিকে ঘটনার নিন্ধা জানিয়ে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হাসান বলেন, শাহিদ হাসান পাপ্পু একজন র্শীষ সন্ত্রাসী। তার সন্ত্রাসী কর্মকান্ডে মেহেরপাড়া বাসি অতিষ্ট। সাদ্দামের বাড়ীতে যে হামলা হয়েছে এটা খুবই অন্যায় কাজ হয়েছে। আমি সহ সবাই তার বিচার চাই। আমি সাদ্দামের পরিবারের পাশে আছি। মেহেরেপাড়া স্বেচ্চাসেবক লীগের সভাপতি আবেদ খান সরকার বলেন,পাপ্পু সদর উপজেলার অনুমোদনহীন কমিটির দপ্তর সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেয়। তবে সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিতি। এব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিদ হাসান পাপ্পুর সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল পরিদর্শন করেছে ।আর সন্ত্রাসী পাপ্পুকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১