বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০১৯

সৌদি রেস্টুরেন্টে একসঙ্গেই ঢুকতে পারবে নারী-পুরুষ


সৌদি সরকার জানিয়েছে, এখন থেকে রেস্টুরেন্টে ঢুকতে নারী ও পুরুষদের জন্য আলাদা দরজা থাকবে না। এর আগে রেস্টুরেন্টে ‍দুটি পৃথক দরজা থাকা বাধ্যতামূলক ছিল। একটি দরজা পরিবার ও নারীদের জন্য এবং অপর দরজা পুরুষদের ঢোকার জন্য ব্যবহৃত হতো।

ইতোমধ্যেই অনেক রেস্টুরেন্ট এই নিয়ম পালন করতে শুরু করেছে। ফলে অনেক রেস্টুরেন্ট নারী-পুরুষের প্রবেশের জন্য আলাদা দরজার ব্যাপারে আর জোরারোপ করছে না।

সৌদি আরবের রেস্টুরেন্টগুলোতে নারী ও পুরুষের জন্য আর পৃথক দরজা থাকছে না বলে রোববার টুইট করে দেশটির পৌর মন্ত্রণালয়। তারা জানায়, এখন থেকে নারী ও পুরুষ এক দরজা দিয়েই যেতে পারবেন। এক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে।

এতদিন পর্যন্ত সৌদির রেস্টুরেন্টগুলোতে নারী ও পরিবারগুলোর জন্য পৃথক বসার ব্যবস্থা ছিল। সেই অংশটি আবার পুরুষদের অংশ থেকে পর্দা দিয়ে পৃথক করা ছিল।

তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ সাল থেকে সৌদি আরবে ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছেন। এজন্য রক্ষণশীল সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে নারীর অধিকার নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপও নিয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১