আপডেট : ০৪ November ২০১৯
দিনাজপুরের ঘোড়াঘাটে আইন অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত শুক্র ও রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানমের নেতৃত্বে উপজেলার করতোয়া নদী সংলগ্ন নুনদহ ঘাট, শালিকা দহ ঘাট ও ত্রিমোহনী ঘাটের একাধিক পয়েন্টে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহারিত কয়েকটি ড্রেজার মেশিন, প্লাস্টিকের পাইপ ও ভেকু মেশিনে আগুন লাগিয়ে ধ্বংস করে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘদিন যাবত ঘোড়াটের উপর দিয়ে প্রবাহিত করতোয়া নদীর বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এই বালু উত্তোলনের ফলে করতোয়া নদীর গাইবান্ধা-ঘোড়াঘাট সংযোগ ব্রীজ ও নদীর ধার ঘেষে অবস্থিত জনবসতি ও অনেক প্রাচীন নিদর্শন সহ মাজার, মসজিদ ও মন্দির হুমকির মুখে পড়েছিলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১