আপডেট : ১৯ September ২০১৯
কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া গ্রামে শাহজাহান (৫০) নামের এক বালু ব্যবসায়ীর নাক মুখ রক্তান্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহষ্পতিবার গোমতীর ড্রেজারের নৌকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহজাহান উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। নিহতের স্ত্রী আলেয়া বেগম জানান, বুধবার সন্ধ্যায় তার স্বামী শাহজাহান ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। সন্ধ্যা ৮টার পর বালুর ড্রেজারের শ্রমিকরা তাকে খোঁজ করতে বাড়িতে আসে। তখন তার কোন সন্ধান না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করি। সকালে গোমতী নদীতে ড্রেজারের নৌকায় শ্রমিকরা কাজ করতে গেলে সেখানে তার স্বামীর লাশ দেখতে পায়। এব্যাপারে মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেন, মুরাদনগর থানার পুলিশ লাশউদ্ধার করে, পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১