বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৯

লালপুরে তিনজন ডেঙ্গু রোগী সনাক্ত

লালপুরে তিনজন ডেঙ্গু রোগী সনাক্ত প্রতীকী ছবি


ঢাকা সহ বিভিন্ন এলাকার পরে নাটোরের লালপুরেও ডেঙ্গু দেখা দিয়েছে। গত দুই দিনে তিনজন ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

আজ বুধবার তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেঙ্গু আক্রান্তরা হলেন: উপজেলার বুধপাড়া গ্রামের প্রভাাষক শাহীন ইসলামের ছেলে হামিব (১৬), গোপালপুর মহল্লার জ্যোতিষ চন্দ্র সরকারের ছেলে রাজেশ চন্দ্র সরকার (৩০) ও বোয়ালিয়াপাড়া গ্রামের নূরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না খাতুন (৩৭)।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক জানান, রোগীদের জ্বর সহ বিভিন্ন লক্ষন দেখা দেয়ায় তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের শরিরে ডেঙ্গুর জীবানু পাওয়া যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১