বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৯

জবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান


'ক্যাম্পাস পরিষ্কার রাখি,সবাই সুস্থ থাকি' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,"জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে।

রোভার সদস্যরা ৩ ভাগে বিভক্ত হয়ে কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং শান্ত চত্বর থেকে মেইন গেইট পর্যন্ত পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নুর মোহাম্মদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১