বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০১৯

ভারত থেকে খাদ্যের ফ্লেভার আমদানি

পরীক্ষায় মিলল ভায়াগ্রা


ভারত থেকে খাদ্যের ফ্লেভার ঘোষণায় আমদানি করা চালানে মিলল ২০০ কেজি পাউডার ভায়াগ্রা। রেড গ্রিন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান কর্তৃক ভারত থেকে আনা বিভিন্ন ধরনের পণ্যের একটি চালানে ২০০ কেজি ভায়াগ্রা (সিলডেনাফিল সাইট্রেট) পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তিন মাস আগে চালানটি আটক করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর সম্প্রতি বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বেনাপোল বন্দর দিয়ে এ ধরনের চালান আটকের ঘটনা এটাই প্রথম।

কাস্টমস সূত্র আরো জানায়, গত ১৬ এপ্রিল ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান রেড গ্রিন ইন্টারন্যাশনাল ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্যের একটি চালান আনে। রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে চালানটি খালাস করে নেওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে চালানটি আটক করে। এতে ছিল ৫০০ কেজি ফ্লেভার, ২০০ কেজি সাদা পাউডার, ১ লাখ ৯৪ হাজার পিস সিরিঞ্জ, ১১০.৭৭ কেজি ইমিটেশন জুয়েলারি, ৩০৩ পিস শাড়ি, ১৪ পিস ওড়না, ১০ পিস কামিজ, ৯ পিস সালোয়ার, ৩৮টি থ্রি-পিস, ১৯ পিস শার্ট ও ১২২ পিস প্যান্ট।

পরে কাস্টম হাউসের নিজস্ব ল্যাবে ২০০ কেজি পাউডার পরীক্ষা করে ভায়াগ্রা শনাক্ত করা হয়। অত্যন্ত স্পর্শকাতর পণ্য বিবেচনায় আরো নিশ্চিত হওয়ার জন্য এর নমুনা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠানো হয়। তিন মাস পর কুয়েট পরীক্ষা করে পণ্যটিকে ৯৮ শতাংশ ভায়াগ্রা বলে রিপোর্ট দেয়। কুয়েটের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করল কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্তৃপক্ষ আরো জানায়, বিশ্ব কাস্টমস সংস্থা থেকে ১৮২টি সদস্য দেশকে মাদক, বিস্ফোরক ও এ ধরনের ক্ষতিকর পণ্য চোরাচালানের বিষয়ে দীর্ঘদিন ধরে সতর্কবার্তা দেওয়া হলেও বাংলাদেশেই প্রথমবারের মতো ভায়াগ্রা আটক হলো। উল্লেখ্য, কিছু চিকিৎসায় ভায়াগ্রার ব্যবহার হলেও এটা যৌন উত্তেজনা বাড়াতেই বেশি ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট আহাদ এন্টারপ্রাইজের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য যুগ্ম কমিশনারের নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।

ইতোমধ্যে এ ধরনের আরো একটি চালান সন্দেহের তালিকায় রেখে খালাস স্থগিত করে অনুসন্ধান করা হচ্ছে বলে বন্দর সূত্রে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১