আপডেট : ২৩ July ২০১৯
ঝালকাঠির কাঠালিয়ায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতালের ১২তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় ফিতা কেটে কাঠালিয়া বাসষ্টান্ডে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তার মৃদুল কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা ও উন্নয়নের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর এএইচএম এনায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতালের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সল, পশ্চিম বঙ্গের নেত্র নিরাময় নিকেতনের পরিচালক ডা. অসীম কুমার শীল, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল্লাহ আল ফারুক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১