বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৯

আন্দোলনের মুখে স্থবির নাটোর পৌরসভা, নাগরিক সেবা বন্ধ


কর্মকর্তা-কর্মচারিদের আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়েছে নাটোর পৌরসভার কার্যক্রম। বন্ধ হয়ে গেছে নাগরিক সেবা। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে নিজ নিজ এলাকায় নানা কর্মসূচী পালন শেষে কর্মকর্তা-কর্মচারিরা এখন ঢাকায় অবস্থান করছেন।

আজ রোববার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ শেষে দাবি আদায়ে এ দিন দুপুর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচী শুরু করবেন বলে জানান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক জুলফিকুল হায়দার বাবু। এ কারনে আজ প্রথম কর্ম দিবসে সকাল থেকেই তালা ঝুলছে নাটোর পৌরসভার সকল দপ্তরে। নেই কোন কর্মকর্তা কর্মচারী। অনেকটা জনশুন্য হয়ে পড়েছে পৌর কার্যালয়। একই অবস্থা নাটোর জেলার অপর ৭টি পৌরসভারও। জরুরী নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১