বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০১৯

আত্রাই নদী থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

অর্ধগলিত শিশুর লাশ ছবি : বাংলাদেশের খবর


নওগাঁর আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল ৬টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া আত্রাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, স্থানীয় লোকজন উপজেলার জাতোপাড়া এলাকায় নদীতে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে অর্ধগলিত ওই শিশুটির মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, শিশুটির বয়স প্রায় ছয় থেকে সাত বছর হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে ৪ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরায় চেনা যাচ্ছে না। যার কারণে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। শিশুটি নদীতে পড়ে মৃত্যু হয়েছে নাকি কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাড়ি কোন এলাকায় তা জানতে পুলিশ কাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১