আপডেট : ০৯ July ২০১৯
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. আ. ক. ম. মোজাম্মেল হক কালিয়াকৈরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সেমিনার কক্ষে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে হেলথ এ্যান্ড নিউট্রিশন প্রজেক্ট এর আওতায় রিক ও কালিয়াকৈর পৌরসভার যৌথ উদ্যোগে পুষ্টি কার্ড বিতরণ করা হয়। এসময় পৌর এলাকার ১০৪৬০টি পরিবারের মাঝে পুষ্টি কার্ড বিতরণের উদ্বোধন করেন। এসময় কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মেজবাহ উদ্দিন, গাজীপুর জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ কবিরসহ অন্যান্য কর্মকর্তাগন। এর আগে চন্দ্রা ত্রিমোড়ে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে বিএমডিএফ ও গুরুত্বপুর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় কালিয়াকৈর পৌরসভার উন্নয়নমুলক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘৩২ পৌরসভা প্রকল্প’ এর আওতায় পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক (এম.পি) । উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. আ. ক. ম. মোজাম্মেল হক।কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, রফিকুল ইসলাম তুষার, এড,বেলায়েত হোসেন চৌধুরী।প্যানেল মেয়র শামসুল আলম সরকার, কাউন্সিলর বেলায়েত হোসেন, এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিএনডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি কাজী মিজানুর রহমান,৩২ পৌরসভা প্রকল্প জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডি নজরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক আকবর আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন আব্দুর রাজ্জাক, সহ জেলা ও স্থাণীয় নেতৃবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১